“স্টকে থাকা কয়লার প্রথম চালান শেষ হয়ে গেছে। বিদ্যুতের ক্রাইসিস থাকায় কয়েকদিন সাপোর্ট দিয়েছে,” বলেন পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী।
রোববার নগরীর সল্টগোলা ক্রসিং সংলগ্ন ঈশান মিস্ত্রি ঘাট এলাকার মেসার্স আসআদ বাণিজ্যালয়ের মালিককে তেল মজুদের দায়ে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, “প্রতিষ্ঠানটি আগের দামে কেনা সয়াবিন মজুদ রেখেছিল। তেলের দাম বাড়ার পর পুরনো তেলগুলো বেশি দামে বিক্রি করছিল।
তেলগুলো আগের দামে বিক্রি করা হবে- দোকানির কাছ থেকে এমন লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে বলে জানান ফয়েজ উল্লাহ।
অভিযানে থাকা র্যাব-৭ এর পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটির ভেতরে, গুদামে ও সড়কের পাশে সোয়াবিন তেল মজুদ রাখা হয়েছিল।