চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন সেপ্টেম্বরে করতে চাই: হানিফ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চান বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 05:08 PM
Updated : 14 May 2022, 05:08 PM

শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে হবে। দক্ষিণ জেলার সব ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার সম্মেলন জুন থেকে জুলাই মাসের মধ্যে আমরা শেষ করব।

“এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেলা সম্মেলন করতে চাই।”

ভয়াবহ অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় রাজনৈতিক পালাবাদলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তা দেখে বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা বলছে, বাংলাদেশের অবস্থা তেমন হবে।

“আমি বলছি, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশের কৃষিখাত শক্তিশালী হয়েছে। রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে।”

অর্থনৈতিক সংকটের মধ্যে বিক্ষোভের মুখে সম্প্রতি শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  বলেন, “এখানে অর্থনৈতিক সংকট হবে না। ষড়যন্ত্রকারীরা এসব অপপ্রচার চালাচ্ছে।

“ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। তাই সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।”

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “এখনই সংগঠনকে শক্তিশালী না করলে ভবিষ্যতে সংকটে পড়তে হবে।

“তাই দুই মাসের মধ্যে তৃণমূল ও জেলার সম্মেলন শেষ করে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।” 

দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে কিছু ‘সুবিধাবাদী অনুপ্রবেশ করেছে’ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “যারা ১৩ বছর ধরে দল করছেন, তারা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি। তাদের ভাবতে হবে, কীভাবে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

তৃণমূলের সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “জুলাইয়ের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে হবে। অগাস্ট শোকের মাস। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা জেলা সম্মেলন করব।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।