সয়াবিন মজুদ: চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা

আগে মজুদ করা সয়াবিন তেল নতুন দরে বিক্রির অপরাধে চট্টগ্রামে দুই মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 09:49 AM
Updated : 14 May 2022, 09:49 AM

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে জে আলম অ্যান্ড ব্রাদার্স এবং এস এম এন্টারপ্রাইজ নামের দোকান দুটিকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের কাছ থেকে মজুদ করা মোট ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক দিদার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী বাজারের দোকান দুটি আগের দরে তেল কিনে মজুত করে রেখেছিল। তারা খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে বোতলজাত সয়াবিন বিক্রিও করছিল না।

তিনি বলেন, “সীমিত পর্যায়ে বিক্রি করলেও তারা আগে কেনা দামে বিক্রি না করে সরকারের বেঁধে দেওয়া নতুন দরে বিক্রি করছিল সেসব পণ্য।”

জে আলম অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে দেড় হাজার লিটার সয়াবিন এবং এস এম এন্টারপ্রাইজের কাছে পাঁচশ লিটার মজুত করা সয়াবিন পাওয়া যায়।

দিদার হোসেন বলেন, জে আলম অ্যান্ড ব্রাদার্সকেএক লাখ ৫০ হাজার এবং এস এম এরন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ানোর আগে তেল মজুদ করে রাখেন অনেক ব্যবসায়ী। সেই তেল নতুন দরে বিক্রি করতে গিয়ে অনেকেই ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ছেন।