এই সমাবেশের মধ্য দিয়ে প্রায় সাড়ে চার বছর লালদীঘির মাঠে রাজনৈতিক কর্মসূচি ফিরল।
শনিবার সকাল সাড়ে ১১টায় মিলনায়তনের সার্কিট বোর্ড থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অডিটেরিয়ামের সার্কিট বোর্ড থেকে আগুন লেগেছিল। তা ছড়ানোর আগেই নিভিয়ে ফেলা হয়। আগুনে কিছু সরঞ্জাম পুড়লেও বইপত্র পোড়েনি।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় গ্রন্থাগারের অডিটেরিয়ামের ভিতরে আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হলে লাইব্রেরির কর্মচারীরা তা নিভিয়ে ফেলে।