চট্টগ্রামে নারীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2022 10:12 PM BdST Updated: 11 May 2022 10:12 PM BdST
চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড়ের সড়কে এক নারীকে কাঁচের টুকরো দিয়ে আঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল আটটায় নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর উত্তর পাড়ের সড়ক দিয়ে ওই নারী হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে নগরীর রেয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার থেকে মো. রিপন (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই বাবলু পাল জানান, সড়কের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিপনকে শনাক্ত করা হয়। পরে রেয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যুবকটি 'ভবঘুরে ও মাদকাসক্ত' হতে পারে বলে ধারণা পুলিশের। কী কারণে যুবকটি ওই নারীর ওপর হামলা করেছে তা বলতে পারেনি পুলিশ।
এসআই বাবলু পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে আটটার দিকে ওই নারী তার সন্তানকে স্কুলে দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন।
"এসময় রিপন পেছন থেকে দৌঁড়ে গিয়ে ভাঙ্গা কাঁচের টুকরো দিয়ে ওই নারীর বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়।"
তিনি বলেন, পরে সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করে দেখা যায়, হামলার পর রিপন আসকার দিঘীর পাড়, হেমসেন লেইন দিয়ে হেঁটে রেয়াজউদ্দিন বাজারে চলে যায়। যাওয়ার পথে হেমসেন লেইনে বড়ুয়া গলির মুখে একটি দোকানের কার্নিশে সাইন বোর্ডের পেছনে কাঁচের টুকরোটি রেখে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, ওই নারীকে তিনি চেনেন না।
অপরদিকে নারীর পরিবারের সদস্যরাও তাকে চেনেন না বলে পুলিশ জানায়।
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া