কাজ বাকি রেখে ঋণ নিয়ে অর্থ হাপিস, দুদকের মামলা
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 06:05 PM BdST Updated: 10 May 2022 06:05 PM BdST
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি সড়কের উন্নয়ন কাজ আসমাপ্ত রেখে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের উপ-পরিচালক মো. আনেয়ারুল হক মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ এই বিষয়ে দুটি মামলা করেছেন বলে জানান কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
আসামিদের মধ্যে রয়েছেন- সড়কের কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স থেকে সাব-কন্ট্রাক্টে কাজ পাওয়া কুমিল্লার মো. জাকির হোসেন, মেসার্স রানা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলম এবং ফেনীর সদর এলাকার বাসিন্দা ছালেহ আহাম্মদ।
এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-ইউসিবিএল কুমিল্লা শাখার সাবেক এফভিপি এবং ব্যবস্থাপক মো. সারোয়ার আলম (বর্তমানে প্রধান শাখায়), সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুজ্জামান, এফএভিপি ছাইফুল আলম মজুমদার, ব্যাংকটির খুলশী শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মকামে মাহমুদুল ইসলাম আরেফিন ও ইউসিবিএল চট্টগ্রাম আঞ্চলিক অফিসের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা দেবু বোসকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে নগরীর অলঙ্কার থেকে নিমতলী বন্দর সংযোগ সড়কের উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ পায় মেসার্স রানা বিল্ডার্স। প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ আলম এ প্রকল্পটির কার্যাদেশ পেয়ে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে জাকির হোসেনকে অবৈধভাবে আমমোক্তারের মাধ্যমে কাজ বাস্তবায়নের দায়দায়িত্ব হস্তান্তর করেন।
চুক্তি অনুযায়ী কাজটি সম্পাদন না করে অসমাপ্ত অবস্থায় ফেলে রেখে গণভোগান্তি তৈরি এবং সরকারের (সিটি করপোরেশনের) চার কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় একটি মামলায়।
২০১৭ সাল থেকে শুরু হওয়া এ উন্নয়নের প্রকল্পের কার্যাদেশ দেখিয়ে রানা বিল্ডার্সের মোহাম্মদ আলম আরেক আসামি জাকির হোসেনকে দিয়ে ইউসিবিএল কুমিল্লা শাখা থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়।
এজাহারে বলা হয়, “আসামি জাকির হোসেন অন্যান্য আসামিদের সাথে যোগসাজশে আমমোক্তার নিয়াগপ্রাপ্ত হয়ে নিজের পরিচয় গোপন করে মেসার্স রানা বিল্ডার্স লিমিটেডে এমডি হিসেবে ভুয়া সিল ও স্বাক্ষর দিয়ে ইউসিবিএল কুমিল্লা শাখায় হিসাব খুলে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেন।”
একইভাবে মেসার্স জাকির এন্টারপ্রাইজের নামে একই ব্যাংকে ওই শাখায় অন্য আরেকটি হিসাব খুলে আরও ২০ কোটি টাকা ঋণ নিয়ে আসামিরা আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে একই কার্যাদেশ দেখিয়ে দুইবারে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া