আগামিতেও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
প্রতীকী ছবি
নিহত জাহিদ হোসেন (১৯) সীতাকুণ্ডের রহমত নগর এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটিতে বিস্কুট, কেক, নুডুলস, চকলেটসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি হয়।
“সকালে কারখানায় কাজ করার সময় প্যাকেটজাত করার যন্ত্রের লোহার আঘাত লাগে জাহিদের মাথায়।”
জাহিদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক সুমন।