সুদীপ্ত হত্যামামলায় অভিযোগ গঠন আবার পিছিয়েছে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ গঠন দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 02:43 PM
Updated : 22 March 2022, 02:43 PM

সুদীপ্ত বিশ্বাস

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক ছুটিতে থাকায় আজ অভিযোগ গঠন হয়নি। আগামী ২৪ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।

এরআগে গত ১৯ জানুয়ারি প্রথমবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। সেদিন আসামিরা সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত ২২ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছিলেন।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। 

২০২১ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইর দেওয়া অভিযোগপত্রে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাছুমকে হামলার ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপুকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আসামিদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার হয়েছিল। তাদের মধ্যে চারজন আদালতে জবানবন্দি দিয়েছিল। পরে তাদের মধ্যে ১৬ জন জামিন নেন।

২০১৯ সালের ১২ জুলাই গ্রেপ্তার মিজান হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মাসুমের নাম বলার পর গ্রেপ্তার হন মাসুম। ২০২০ সালের ২৯ জানুয়ারি আবার জামিনে মুক্ত হন লালখান বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম।

এই সংক্রান্ত খবর