চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০৯ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের ৮০৯ রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কোভিড আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2022, 05:34 AM
Updated : 29 Jan 2022, 05:34 AM

শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এরআগে শুক্রবারের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু এবং ১১৬৭ জনের কোভিড শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

সেদিন শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৭ শতাংশ। পরীক্ষা করা হয়েছির ৩ হাজার ৬৫০ জনের নমুনা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

সচরাচর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নমুনা পরীক্ষার সংখ্যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কম হয়। সেকারণে শনাক্তও কিছুটা কমে।

এর আগে বুধবার ছয় মাস পর একদিনে সর্বোচ্চ ১৪৫৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। সেদিন শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১৩ শতাংশ। সেদিন ২ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবারের আক্রান্তের সংখ্যা কিছুটা কমে ১১২১ জন হয়। সেদিনও ২ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে নগরীর ৫৬১ জন এবং উপজেলাগুলোর ২৪৮ জন। উপজেলাগুলোর মধ্যে হাটহাজারীতে সর্বাধিক ৪৭ জন এবং ফটিকছড়িতে ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

১৩ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত শেষ ১৭ দিনে জেলায় মোট ১৪ হাজার ৩৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের।