চট্টগ্রামে সিপিবির দুই নতুন কমিটি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলাকে দুই ভাগ করে পৃথক দুটি সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 06:12 PM
Updated : 28 Jan 2022, 06:12 PM

শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা সিপিবির কাউন্সিল শেষে ২১ সদস্যের চট্টগ্রাম জেলা (মহানগর ও উত্তর মিলিয়ে) এবং ১৩ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর।

অপরদিকে অধ্যাপক কানাই লাল দাশকে সভাপতি এবং শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকালে নগরীর চেরাগী পাহাড় চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার দ্বাদশ সম্মেলন উদ্বোধন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

“কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এই লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব।“

তিনি বলেন, কমিউনিস্ট পার্টির একশ বছরে দলের হাজারো কমরেড জীবন দিয়েছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন।

“আমাদের কমরেডরা ব্রিটিশ তাড়াতে লড়াই করেছেন। বায়ান্নের ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড অংশ নিয়েছেন।“

সিপিবি জেলা সাধারণ সম্পাদক অশোক সাহার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, অধ্যাপক মো. জাহাঙ্গীর বক্তব্য দেন।