চট্টগ্রামে কোভিডে আরও চারজনের মৃত্যু, শনাক্ত ১১৬৭

চট্টগ্রাম জেলায় এক দিনে আরও ১ হাজার ১৬৭ জনের কোভিড শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে চারজনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 05:41 AM
Updated : 28 Jan 2022, 05:41 AM

সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এছাড়া উপজেলাগুলোতে শনাক্ত ২৮০ জনের মধ্যে ৫৩ জন হাটহাজারী এবং ৪০ জন রাউজানের বাসিন্দা।

বুধবার এক দিনে ১ হাজার ৪৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল চট্টগ্রাম জেলায়, যা ছিল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১৩ শতাংশ।

বৃহস্পতিবারের আক্রান্তের সংখ্যা কিছুটা কমে ১ হাজার ১২১ জন হয়। সেদিনও ২ জনের মৃত্যু হয়।

১৩ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ১৬ দিনে জেলায় ১৩ হাজার ৫৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১৭ হাজার ২০৩ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। তাদের ৮৫ হাজার ৫২৪ জনই চট্টগ্রাম শহরের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন, তাদের ৭৩০ জন চট্টগ্রাম শহরের অধিবাসী ছিলেন।

আরও পড়ুন