পরিষদের সাধারণ সম্পাদক বলছেন, ইজারা নবায়নে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তারা জবাব পাননি।
মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা পরিষদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী।
অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
ভারতীয় সহকারী হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের যে ঘোষণা দিয়েছিলেন, তার অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।
এরআগে চট্টগ্রাম সিটি করপোরেশনকে জীবন রক্ষাকারী অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত আরেকটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছিল।