চট্টগ্রামের ‘শতভাগ শিক্ষার্থী’ পেয়েছে কোভিড টিকার প্রথম ডোজ
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 08:10 PM BdST Updated: 25 Jan 2022 08:12 PM BdST
-
চট্টগ্রাম রীমা কনভেনশন হলে কোভিড টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী। ফাইল ছবি: সুমন বাবু
দুই মাস ১০ দিনে চট্টগ্রাম জেলায় ১২-১৮ বছর বয়সী ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিসের দেওয়া তালিকা অনুসারে নগরী ও উপজেলাগুলোর এই বয়সী শিক্ষার্থী তালিকার শতভাগ বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে উদ্ধৃত করে জানানো হয়, চট্টগ্রামের ‘শতভাগ শিক্ষার্থী’ কোভিড ভ্যাকসিনের আওতায় এসেছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার সবগুলো থানা থেকে আমরা ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা চেয়েছিলাম। সেই তালিকা ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জনের।
“তারা সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে। নভেম্বর থেকে শুরু হওয়ায় নগরীর অনেক শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকাও দিয়েছে। তবে উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয় ৮ জানুয়ারি। ২৮ দিন পর তারা দ্বিতীয় ডোজ দিবে।”
এছাড়া বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা চেয়ে স্কুলগুলোতে আবার চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ফরিদুল আলম হোসাইনী বলেন, “অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কেউ প্রথমবার বাদ গিয়ে থাকলে তাদেরও পরে টিকা দেওয়া হবে। তালিকা চূড়ান্ত হলেই তা শুরু হবে।”
তিনি বলেন, “সরকারি সিলেবাস অনুসরণ করে না বা আমাদের নিয়ন্ত্রণে নেই এমন শিক্ষা প্রতিষ্ঠান যেমন কওমি মাদ্রাসাসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের এই বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করছি।”

চট্টগ্রাম রীমা কনভেনশন হলে মঙ্গলবার কোভিড টিকা নিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ছবি: সুমন বাবু
শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, “হয়ত ২ মাস পর কারও বয়স ১২ বছর হবে। তাদেরও টিকার আওতায় আনা হবে। ফলে এই কার্যক্রম চলমান থাকবে।”
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এবং ৮ জানুয়ারি থেকে জেলার ১৫টি উপজেলায় টিকা কার্যক্রম পরিচালিত হয়।
এই সময়ে সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত স্কুল ও কমিউনিটি সেন্টার কেন্দ্রগুলোতে মোট ২ লাখ ৮৯ হাজার ৮৩০ জন শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছে। এরমধ্যে ৩২ হাজার ৮৪ জন দ্বিতীয় ডোজের টিকাও পেয়েছে।
উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোতে ১২-১৮ বছর বয়সী ৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন শিক্ষার্থী প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।
যেসব শিক্ষাথী তালিকা থেকে বাদ পড়েছে জেলা শিক্ষা অফিস থেকে তাদের তালিকা পাওয়া সাপেক্ষে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে সিভিল সার্জন কার্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-
পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র্যাবের হাতে গ্রেপ্তার
-
গাফফার চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের শোক
-
চবিতে বসছে ‘জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন’
-
চট্টগ্রামে ময়লার গাড়ির ধাক্কায় ছাপাখানা ব্যবসায়ীর মৃত্যু
-
চন্দনাইশে দুই পক্ষের মারামারিতে কলেজছাত্র নিহত
-
মেঘনার মোহনায় গমবোঝাই জাহাজের তলা ফুটো
-
টাকা নিয়ে আত্মগোপন: ওয়ালটনের আঞ্চলিক ব্যবস্থাপকের গোডাউন থেকে মালামাল উদ্ধার
-
যুক্তরাজ্যে সরাসরি পণ্য নিতে বন্দরে ব্রিটিশ জাহাজ
-
পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র্যাবের হাতে গ্রেপ্তার
-
গাফফার চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের শোক
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসছে ‘জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন’
-
চট্টগ্রামে ময়লার গাড়ির ধাক্কায় ছাপাখানা ব্যবসায়ীর মৃত্যু
-
চন্দনাইশে দুই পক্ষের মারামারিতে কলেজছাত্র নিহত
-
টাকা নিয়ে আত্মগোপন: ওয়ালটনের আঞ্চলিক ব্যবস্থাপকের গোডাউন থেকে মালামাল উদ্ধার
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’