গ্রেপ্তার মো. শিপন (২৭) চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের মো. সেলিমের ছেলে। সোমবার আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহুনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিপন চন্দনাইশে প্রতিবেশী পাঁচ বছর বয়েসী এক শিশুকে ‘ধর্ষণ করেন’। বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
“এ ঘটনায় শিশুর মায়ের করা মামলায় ওই বছরের জুন মাসে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার বিচার কাজ চললেও শিপন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।”
র্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, কিছুদিন ধরে আনোয়ারায় এসে পরিচয় গোপন করে অটোরিকশা চালাচ্ছিলেন শিপন। স্থানীয় অটোরিকশা চালকরা তার নাম ‘রহিম’ বলে জানতেন।
“শিপনের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নেন র্যাব সদস্যরা। এ সময় সে নিজের নাম রহিম এবং শিপন তার আরেক ভাইয়ের নাম বলে দাবি করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজের আসল পরিচয় দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে চন্দনাইশ থানায় স্থানান্তর করা হয়।”