চট্টগ্রামে এক দিনে ১৩৪৮ কোভিড রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় এক দিনে ১ হাজার ৩৪৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও তিন জনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2022, 05:44 AM
Updated : 25 Jan 2022, 05:44 AM

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৯১৯ জন চট্টগ্রাম নগরীর এবং ৪২৯ জন উপজেলাগুলোর বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফটিকছড়ি উপজেলায় গত এক দিনে ৫৯ জন এবং হাটহাজারী উপজেলায় ৫০ জনের নমুনায় কোভিড শনাক্ত হয়েছে।

গত ৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় ১০৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল, সেদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার তিনশ ছাড়াল।

১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। সোমবারে তা ৪০ শতাংশে উঠেছিল।

করোনাভাইরাসের মহামারী শুরুর পর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে।

পুরনো খবর: