কোভিড: চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩৮%

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩৮ শতাংশ ছাড়িয়ে গেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 07:01 AM
Updated : 23 Jan 2022, 07:01 AM

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ২৬ জনের মধ্যে সংকমণ ধরা পড়েছে।

সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ।

গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। এখন তা আরও বেড়ে ৪০ শতাংশের দিকে এগোচ্ছে।

শনিবার সারা দেশে শনাক্ত রোগীর হার ছিল ২৮ শতাংশ, আর চট্টগ্রামে ছিল ২৯ শতাংশের বেশি।

শেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৮২২ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ২০৪ জন উপজেলাগুলোতে থাকেন।

এর মধ্যে নগরীর উপকণ্ঠের আনোয়ারা উপজেলায় সর্বোচ্চ ৩০ জনের কোভিড শনাক্ত হয়েছে।

গত এক দিনে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর খবর সিভিল সার্জন কার্যালয়ে আসেনি।

মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ১ লাখ ১১ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৮১ হাজার ১৮৪ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে শেষ ১১ দিনে ৭ হাজার ৪৭৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলো।

সবশেষ ২২ জানুয়ারি ৭০৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৫ শতাংশ।

পুরনো খবর: