চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সুজন কোভিড আক্রান্ত

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 03:35 PM
Updated : 22 Jan 2022, 03:35 PM

শনিবার রাতে সিটি করপোরেশনের সাবেক প্রশাসক সুজনের ব্যক্তিগত সহকারী স্বরূপ দত্ত রাজু জানান, চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজু জানান, শুক্রবার সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ শনাক্ত হন সুজন। বুস্টার ডোজ গ্রহণের পরও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

“তাই তিনি টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন। নগরবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।”

সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনকালে গেল বছরের জানুয়ারিতে সস্ত্রীক কোভিড আক্রান্ত হয়েছিলেন সুজন।

২০২০ সালের ৬ অগাস্ট থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় গেল ১০ দিনে ৬ হাজার ৪৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েকদিন ধরে শনাক্তের হার ৩০ শতাংশের আশেপাশে থাকছে।