স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে ৯ রেস্তোরাঁকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 09:24 PM BdST Updated: 22 Jan 2022 09:25 PM BdST
ওমিক্রনের বিস্তারের মধ্যে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মানায় নগরীর নয়টি রেস্তোরাঁকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় এবং গ্রাহকদের টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন করায় নয়টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।”
এর মধ্যে আগ্রাবাদে সেন্টমার্টিন হোটেলের ‘বনেদি রেস্টুরেন্ট’, ‘সিলভার স্পুন’, ‘দ্য কপার চিমনি’, ‘কাচ্চি ডাইন’, ‘ওরিয়েন্ট’, ওয়াসার মোড়ের ‘কুটুম বাড়ি’, ‘গ্র্যান্ড মোঘল’ এবং দামপাড়ার ‘হান্ডি’ রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করে, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
এসব নির্দেশনার মধ্যে রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাওয়ার ক্ষেত্রে কোভিড টিকার সনদ থাকা বাধ্যতামূলক করা হয়। এছাড়া মাস্ক পরার নির্দেশনা দিয়ে না মানলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানানো হয়।
সিটি করপোরেশনের অভিযানের সময় ক্রেতাদের টিকা সনদ ও মাস্ক পরা নিশ্চিত করতে রেস্তোরাঁ মালিকদের নির্দেশনা দেওয়ার বিষয়ে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়।
অভিযানে সহায়তা করে নগর পুলিশের একটি দল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
-
চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু
-
চট্টগ্রাম দক্ষিণ জেলাকে ‘নৌকার ঘাঁটি’ দেখতে চান পরশ
-
চট্টগ্রামে চার স্বাস্থ্য কেন্দ্র বন্ধ
-
জলাবদ্ধতা: সিসিসি ‘বিপদ’ দেখছে, সিডিএ দিচ্ছে আশা
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাব পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১৩
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু
-
চট্টগ্রাম দক্ষিণ জেলাকে ‘নৌকার ঘাঁটি’ দেখতে চান পরশ
-
চট্টগ্রামে চার স্বাস্থ্য কেন্দ্র বন্ধ
-
চট্টগ্রামে জলাবদ্ধতা: খালের বাঁধে বিপদ দেখছে সিসিসি, সিডিএ দিচ্ছে আশা
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’