চট্টগ্রামে ১০ দিনে সাড়ে ৬ হাজার কোভিড রোগী শনাক্ত

চট্টগ্রামে শেষ ১০ দিনে প্রায় সাড়ে ছয় হাজার করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০৪ জন শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 06:50 AM
Updated : 22 Jan 2022, 06:50 AM

শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে নগরীতে ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে করোনা শনাক্তের হার লাফিয়ে বাড়তে থাকে।

গত ১৩ জানুয়ারি ২২২ জন রোগী শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১২ দশমিক ৪০ শতাংশ।

তারপর থেকে শনিবার পর্যন্ত ১০ দিনে মোট ৬ হাজার ৪৪৮ জন রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে ১৪ জানুয়ারি জেলায় শনাক্তের সংখ্যা ছিল ২৬০ জন (১০.২৬ শতাংশ)। পরদিন ১৫ জানুয়ারি শনাক্ত হয় ২৯৬ জন(১৪.৫২ শতাংশ) । ১৬ জানুয়ারি তা বেড়ে হয় প্রায় দ্বিগুণ, ৫৫০ জন (২৭.৭৩শতাংশ)।

১৭ জানুয়ারি শনাক্ত হয় ৭৪২ জন (২৫.৭৩ শতাংশ)। ১৮ জানুয়ারি ৭৩৮ জন শনাক্তের খবর আসে, যা নমুনা পরীক্ষার ২৩.৬৭ শতাংশ।

১৯ জানুয়ারি ৯৮৯ জন শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ৩০.৯৮ শতাংশ। ২০ জানুয়ারি ৯৩০ জনের শনাক্তের তথ্য জানা যায়, যা নমুনা পরীক্ষার প্রায় ৩০.৪৬ শতাংশ।

২১ জানুয়ারি শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে বেড়ে দাঁড়ায় এক হাজার ১৭ জনে। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০১ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৭ জন। যার মধ্যে নগরীতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৩৬২ জন।