এসএসসির ফল পুনর্নিরীক্ষা: চট্টগ্রাম বোর্ডে আরও নয়জনের জিপিএ ৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষায় ২১২ জন পরিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে, যাদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2022, 07:39 AM
Updated : 21 Jan 2022, 07:39 AM

শুক্রবার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয় বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এর মধ্যে ২১২ জন পরীক্ষার্থীর ২১৪টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। জিপিএ পরিবর্তন হয় ৯২ জনের।

পুনর্নিরীক্ষার পর গ্রেড পরিবর্তিত হয়ে জিপিএ-৫ পেয়েছে আরও ৯ জন। ফেল করা ৩৩ জন শিক্ষার্থী পাস করেছে, যাদের একজন পরিবর্তিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে।

এবারের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ পরীক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ।

চট্টগ্রামে এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।