হামলার অভিযোগ এনে বাঁশখালীর বিদায়ী মেয়রের মামলা
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2022 12:06 AM BdST Updated: 20 Jan 2022 12:50 AM BdST
-
সেলিমুল হক চৌধুরী
-
বাঁশখালী পৌরসভার সদ্য বিদায়ী মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে বাঁশখালী পৌরসভার মিয়ারবাজার এলাকায় যুব মহিলা লীগের এক নেত্রীর বাড়িতে ওই হামলার ঘটনার পর বুধবার বিকালে সেলিমুল নিজে বাদী হয়ে মামলাও করেছেন।
সেলিমুল হক চৌধুরী বাঁশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি। গত ১৬ জানুয়ারি হওয়া বাঁশখালী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।
স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এস এম তোফাইল হোসাইন নৌকার মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেলিমুল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাঁশখারী উপজেলার যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির দাওয়াতে তার মিয়ার বাজারের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে হীরা মনির পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হামিদ ও জামাল নামে আরও দুইজন ছিলেন।
“হীরা মনির এক ভাই পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সে বিষয়ে আলাপ করতেই সে আমাকে বাসায় ডেকেছিল। সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে একদল যুবক ওই বাড়িতে গিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।

“কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে সিরাজ নামে এক যুবকের নেতৃত্বে চারজন বাড়িতে ঢুকে আমাকে গালিগালাজ করে এবং গায়ে হাত তোলে।’’
প্রায় ৭৫ বছর বয়সী সেলিমুল বলেন, “সিরাজ মারমুখী হয়ে বলে, ‘এমপিকে গালিগালাজ কেন করেছ?’ তারপর আমার শার্ট ছিঁড়ে ফেলে নাজেহাল করে। আমি থানার ওসিকে ফোন করলে পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’’
এ ঘটনায় বাঁশখালী থানায় করা মামলায় সিরাজসহ চারজনকে আসামি করেছেন তিনি। বাকিদের মধ্যে দুজনের নাম ইলিয়াস ও মিনার, আরকেজন অজ্ঞাতনামা।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র সাহেব হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করে আমাদের ফোন দিয়েছেন। আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়ে উনাকে উদ্ধার করি। উনি মারধর-কিলঘুষি মারার অভিযোগ এনে মামলা করেছেন।”
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
-
জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর
-
চট্টগ্রাম যুবলীগের সম্মেলন ঘিরে তোড়জোড়
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর: হানিফ
-
প্রবাসীদের তথ্য সহায়তা দিতে অ্যাপ বানাচ্ছে চট্টগ্রাম ডিইএমও
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
-
জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর: হানিফ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প