মধ্যরাতে সংঘাতে চবি ছাত্রলীগের দুই পক্ষ, আহত ১৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 12:49 PM BdST Updated: 19 Jan 2022 12:49 PM BdST
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান।
প্রতক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। আর চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার বা সিএফসির নেতাকর্মীরা অবস্থান নেন শাহ আমানত হলের সামনে।
এক পর্যায়ে উভয়ে পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে। তাতে উভয়পক্ষের ১৩ জন আহত হন।
ছাত্রলীগ কর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে এলে ক্যাম্পাস ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মূল ফটক অবরোধ করেন নেতা কর্মীরা।
তারপর থেকেই ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে মঙ্গলবার মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত হয়।
আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং হাটহাজারী আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ জানুয়ারির মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আশ্বাস দিয়েছিলেন দুই নেতা। কিন্তু কমিটির কার্যক্রম পণ্ড করতেই এ হামলা চালানো হয়েছে। বিনা উসকানিতে সভাপতির অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, “দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
-
চবির ভর্তি প্রক্রিয়া ১৫ জুন শুরু
-
বে টার্মিনালের নকশা করতে কোরিয়ার দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ৩১ মে
-
আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২
-
কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীকে ‘কুপিয়ে খুন’
-
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা
-
আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি
-
হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ
-
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক কর্মীদের সড়ক অবরোধ
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ১৫ জুন শুরু
-
বে টার্মিনালের নকশা করতে কোরিয়ার দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ৩১ মে
-
আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২
-
কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীকে ‘কুপিয়ে খুন’
-
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা
-
হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে