চট্টগ্রাম জেলায় এক দিনে কোভিড রোগী বাড়ল সাড়ে পাঁচশ

চট্টগ্রাম জেলায় এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পৌঁছেছে ২৭ দশমিক ৭৩ শতাংশে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 04:52 AM
Updated : 16 Jan 2022, 04:52 AM

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে আরও ৫৫০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এক দিনে নতুন কারও মৃত্যু হয়নি। 

গত ২৪ ঘণ্টায় জেলায় সরকারি-বেসরকারি-মিলিয়ে ১৬টি পরীক্ষাগারে ১৯৮৩ নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী।

নতুন রোগীদের মধ্যে ৩৬২ জন মহানগরের বাসিন্দা, বাকি ১৮৮ জন বিভিন্ন উপজেলার।

এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৩ অগাস্ট একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল, ৬১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল সেদিন।

শনিবার চট্টগ্রাম জেলায় ২৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; তার আগে শুক্রবার ২৯৬ জন এবং বৃহস্পতিবার ২৬০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

মহামারীর দুই বছরে এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট এক লাখ চার হাজার ৯৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৩৫জন।