চট্টগ্রাম জেলায় একদিনে রোগী বাড়ল ১৭%

চট্টগ্রাম জেলায় গত একদিনে ২৬০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ শতাংশ বেশি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 07:46 AM
Updated : 13 Jan 2022, 07:46 AM

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, মাত্র পাঁচ দিনে ব্যবধানে জেলায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশ। এর আগে বুধবারে ২২২ জন, মঙ্গলবারে ২০৭ জন, সোমবারে ১১৯ জন এবং রোববারে ১০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

সরকারি-বেসরকারি মিলিয়ে জেলার ১৬টি ল্যাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৬০ জনের ফলাফল পজিটিভ আসে।

এই হিসাবে দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১০ দশমিক ২৬ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ২২৬ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা; বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলায় থাকেন। গত এক দিনে কোভিডে নতুন কারো মৃত্যু হয়নি বলে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

মহামারীর দুই বছরে চট্টগ্রাম জেলায় মোট এক লাখ তিন হাজার ৮৯২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে এক হাজার ৩৩৫ জন মারা গেছেন।