চট্টগ্রামে হত্যার ঘটনায় ‘বিদেশ পালানো’ আসামি গ্রেপ্তার

বছর সাতেক আগে চট্টগ্রামে এক যুবলীগকর্মী হত্যার ঘটনায় ‘বিদেশ পালানো’ আজিজ উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 04:14 PM
Updated : 12 Jan 2022, 04:14 PM

মঙ্গলবার নগরীর এ কে খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আজিজ রাউজানের আজিজ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৪টি মামলা আছে। তার বাড়ি রাউজানের হরিষখান এলাকায়।

র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৫ সালে রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় খুন হন যুবলীগকর্মী শহীদুল আলম। মুখোশ পরিহিত সন্ত্রাসীরা মাইক্রোবাস থেকে নেমে গুলি করে পালিয়ে যায়।

“এ হত্যাকাণ্ডের পর আজিজ বিদেশে পালিয়ে যায়। সেখান থেকেই সে তার বাহিনী পরিচালনা করত।”

সম্প্রতি দেশে ফেরেন আজিজ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নগরীর আকবর শাহ থানার একে খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে খুন হয় রাউজানের যুবলীগ কর্মী শহীদ, মাস খানেক আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ জানায়, স্থানীয় একটি চা দোকানে বসে গল্প করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজ ও শহীদুল এক পক্ষে ছিল। শহীদুল দেশে এসে নিজে আলাদা একটি গ্রুপ তৈরি করতে গেলে দুই জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।