কোভিড: জেলা ও দায়রা জজসহ চট্টগ্রামের ৩ বিচারক আক্রান্ত

চট্টগ্রামের জেলা ও দায়রা জজসহ তিন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে মঙ্গলবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন জানান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 02:59 PM
Updated : 11 Jan 2022, 02:59 PM

এরা হলেন- চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাঈন উদ্দিন ও দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সারোয়ার আলম।

খাইরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিন বিচারকের সবারই তিন দিন আগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০১ শতাংশ। এর মধ্যে নগরীতেই ১৮৭ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৩ হাজার ৪১০ জনের কোভিড শনাক্ত হলো।

শেষ ২৪ ঘণ্টায় বন্দর নগরীতে ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৫ জন।