বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করল প্রমা আবৃত্তি সংগঠন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় নগরীর পলিটেকনিক মোড়ে আনোয়ারা গার্মেন্টেসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৌণে তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বায়েজীদ ফায়ার স্টেশনের কর্মকর্তা কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় কারাখানার কাজ শুরু হয়নি। তাই কারখানায় কোনো শ্রমিক ছিলেন না।
“ছয়-তলা কারখানা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সকাল পৌনে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
কবির হোসেন জানান, আগুনে কারখানার দাপ্তরিক বিভিন্ন কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।