বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করল প্রমা আবৃত্তি সংগঠন।
সোমবার বিকালে পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কের পি টু পি ফার্নিচার কারখানায় আগুনে মৃত্যুর কথা জানায় ফায়ার সার্ভিস।
কেরোসিন কাঠের বড় এ গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি এখন পর্যন্ত আমরা দুই জনের মৃতদেহের সন্ধান পেয়েছি।
“আরও কোন হতাহত আছে কিনা সেটিও দেখছি।“
এ কারখানায় রং, স্প্রিড, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু আছে। সেগুলোতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।