জাপানি দুই যুদ্ধজাহাজকে চট্টগ্রাম বন্দরে অভ্যর্থনা

চট্টগ্রাম বন্দরে অভ্যর্থনা পেল বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা জাপানের দুই যুদ্ধজাহাজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 03:13 PM
Updated : 8 Jan 2022, 03:13 PM

শনিবার জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ) এর যুদ্ধ জাহাজ জেডিএস উরাগা এবং জেএস হিরাডো তিন দিনের সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৗঁছালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ তাদের স্বাগত জানায়।

তাদের অভ্যর্থনা জানাতে বাংলাদশ নৌবাহিনীর সুসজ্জিত একটি বাদক দল রীতি অনুযায়ী বাদ্য যন্ত্রের সমবেত সঙ্গীত পরিবেশন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজের অধিনায়কদের স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ নৌবাহিনীর র্কমর্কতারা উপস্থিত ছিলেন।

সফরকালে জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শুভচ্ছো সফর শেষে জাহাজ দুটি আগামী সোমবার বাংলাদেশ ছেড়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।