চট্টগ্রামে ভোটের সংঘাতে নিহত ১

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর কর্মীদের সংঘাতের মধ্যে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 09:32 AM
Updated : 5 Jan 2022, 09:32 AM

বুধবার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান জানান।

নিহত অংকুর দত্ত (৩৫) সিংহরা দত্ত বাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় তিনি সংঘার্ষের মধ্যে পড়েন।

পরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়।

“এ সময় পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।”

স্থানীয়রা জানান, চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য পদের প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের সংঘর্ষের মধ্যে একপক্ষের লোকজন ইট ও লাঠি দিয়ে পিটিয়ে অংকুরকে জখম।

এ বিষয়ে ওই দুই প্রার্থীর কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।