হালদায় রাতভর অভিযানে জব্দ ২ হাজার মিটার জাল
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 02:28 PM BdST Updated: 02 Jan 2022 02:28 PM BdST
-
হালদায় রাতভর অভিযানে জব্দ ঘের জাল
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রাতভর অভিযান চালিয়ে দুই হাজার মিটার ঘের জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান চলে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল আলমের নেতৃত্বে বেসরকারি সংস্থা আইডিএফ ও গ্রাম পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
ইউএনও শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে হালদার উত্তর মাদার্শা অংশের আমতুয়া থেকে দুটি এবং রাম দাশ হাট স্লুইচ গেটের কাছ থেকে একটি ঘের জাল জব্দ করা হয়। জব্দ জালের মোট দৈর্ঘ্য দুই হাজার মিটার।
“সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এ দুটি স্থান থেকে জাল উদ্ধার করা হয়।”
২৭ ডিসেম্বর হালদা নদীর দক্ষিণ মাদার্শা আকবরিয়া এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। সেদিন বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে কর্তৃপক্ষ।
হালদায় আরেকটি ডলফিনের মৃত্যু, কারণ অনুসন্ধানের পরামর্শ
সবশেষ ৩০ ডিসেম্বর নদীর ছিপাদলী অংশের বাদামতল এলাকায় বাঁধ সংলগ্ন অংশে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে নেওয়ায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের নজরদারি আছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. শহীদুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআর/
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা