ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইন ও বিদ্যুৎ সংযোগের চাপে বাড়ছে অগ্নিকাণ্ড
উত্তম সেন গুপ্ত, চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 12:43 AM BdST Updated: 02 Jan 2022 12:43 AM BdST
বাসা-বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ধারণ ক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ ও ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের কারণে চট্টগ্রামে বৈদ্যুতিক গোলযোগ থেকে বাড়ছে অগ্নিকাণ্ড।
চট্টগ্রাম অঞ্চলের ১১ জেলায় ২০২১ সালে মোট অগ্নিকাণ্ডের প্রায় ৫০ শতাংশই বৈদ্যুতিক গোলযোগের কারণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা বলছেন, আগুনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে দায়ী বৈদ্যুতিক গোলযোগ। পুরানো বিদ্যুৎ লাইন সংস্কার না হওয়া এবং ওভারলোডের কারণে এসব অগ্নিকাণ্ড ঘটছে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়ান নগরে গত ১০ নভেম্বর আগুনে মারা যায় পাঁচ মাস বয়সী এক শিশু ও তার মা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে আহত হন আরও চারজন।
আগুনে ১১ ডিসেম্বর নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় বস্তিতে পুড়ে যায় অন্তত ৩৩ ঘর। ঘটনার ভয়াবহতা দেখে ‘অসুস্থ’ হয়ে মারা যান একজন। ফায়ার সার্ভিস বলেছে, আগুনের উৎস বৈদ্যুতিক গোলযোগ।
নগরীর আকবরশাহ থানার সিডিএ ২ নম্বর সড়কের ভান্ডারি কলোনিতে গত ১৯ ডিসেম্বর আগুনে পুড়ে মারা যান ষাটোর্ধ্ব এক নারী। বৈদ্যুতিক গোলযোগকেই আগুনের কারণ হিসেবে ধরছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসাবে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১১ জেলায় এক হাজার ৭৬১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার মধ্যে চট্টগ্রাম জেলায় ৬০১টি।
এসব অগ্নিকাণ্ডের ৮৫৮টি ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে, যা শতকরা হিসেবে প্রায় ৫০ শতাংশ।
সংস্থাটির উপ-পরিচালক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার বেশির ভাগই বৈদ্যুতিক কারণে। যার অন্যতম কারণ ওভার লোডিং ও ত্রুটিপূর্ণ লাইন।”
প্রতি তিন মাস পর পর দক্ষ প্রকৌশলীর মাধ্যমে বাসা কিংবা অফিসের লাইন সংস্কারের নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
বিদ্যুতের একটি সংযোগ থেকে অনেকগুলো সংযোগ নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “একটি লাইনে নির্দিষ্ট ক্ষমতার বাইরেও অতিরিক্ত সংযোগ এবং ব্যবহারের কারণেও এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।”

“এতে করে ভার নিতে না পেরেও অনেক সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মতো ঘটনা ঘটছে।”
ব্যবসা প্রতিষ্ঠানেও এমনটা ঘটছে জানিয়ে তিনি বলেন, “কোনো কোনো মার্কেটে দোকান খোলার পর তারা নির্দিষ্ট পরিমাণ পণ্যের জন্য যে বাতি নেয়, পরে পণ্যের পাশাপাশি বাতির সংখ্যাও বেড়ে যায়।
“কিন্তু তারা সেই সাথে সরবরাহ লাইনের কোনো পরিবর্তন করে না। অতিরিক্ত ভার নিতে না পেরে লাইনের ক্যাবল গলে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আগুনের উৎপত্তি হয়।”
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এই বিভাগে ২০২১ সালে ৮৫৮টি অগ্নিকাণ্ড হয় বৈদ্যুতিক কারণে, ৩৭০টি সিগারেটের আগুন থেকে, ১৪৭টি চুলার আগুন ও ১৩টি খোলা বাতির আগুন থেকে।
পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ৬০১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চট্টগ্রাম জেলায়। এরপর কুমিল্লায় ২৩৯টি, ফেনীতে ১৭১, নোয়াখালীতে ১৪৯, কক্সবাজারে ১৪৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১২৬ ও চাঁদপুরে ১১৫টি।
এসবের মধ্যে চট্টগ্রামে ২৯৮, কুমিল্লায় ১৩৫, ফেনীতে ৭১, নোয়াখালীতে ৭৩, কক্সবাজারে ৬৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ ও চাঁদপুরে ৬৬টি অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু বৈদ্যুতিক গোলযোগ এড়াতে কিছু দিন পরপর সংযোগ লাইন এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলো পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “বিদ্যুৎ সংযোগ নিল, অনেক দিন সেটার বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, সেটি করা যাবে না। কারণ লাইন পুরোনো হয়ে গেলে ওয়্যারিং দুর্বল হয়ে যায়। সেজন্য তা পরীক্ষা করতে হবে।
“বিদ্যুতের সংযোগে ওভার লোডিং বা যে কোনো দুর্ঘটনা রোধে সার্কিট ব্রেকারের কিংবা অন্য কোনো ডিভাইসের ব্যবস্থা রাখতে হবে।”
সামিনা বানু বলেন, “বিভিন্ন বস্তি এলাকায় এক ঘর থেকে বিভিন্ন ঘরে আলাদা তার দিয়ে লাইন টেনে থাকে অনেকেই। তারা বুঝতে পারে না তারের ক্ষমতা কতটুকু আছে। যার কারণে অনেক সময় তার গলে যায়।”
বিদ্যুৎ সংযোগে ভালো মানের সরঞ্জামের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যেসব সুইচ ব্যবহার করা হয় সেগুলোর একটা আয়ুস্কাল থাকে।
“আমাদের একটা প্রবণতা থাকে একবার লাগানো সুইচ বছরের পর বছর ব্যবহার করে যাওয়া। যার কারণে অনেক সময় স্পার্ক হয়ে থাকে।”
এ ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য বৈদ্যুতিক সুইচ এবং সংযোগ লাইনগুলো নিয়ম করে পরীক্ষা করার পরামর্শ দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী।
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
-
জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস