গাড়ি চালকের স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’, সতীন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সতীনকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 01:51 PM
Updated : 31 Dec 2021, 02:08 PM

আটক সুলতানা বেগম (২২) চট্টগ্রামের আনোয়ারার মোহাম্মদ আজিমের দ্বিতীয় স্ত্রী। আজিম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক।

নিহত শাহনাজ বেগমের (২৪) মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে ফৌজদারহাট এলাকার বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, আজিম তার প্রথম স্ত্রী শাহনাজ ও সন্তানকে নিয়ে ফৌজদারহাটে কোয়ার্টারে থাকতেন। সুলতানা থাকতেন নতুন ব্রিজসংলগ্ন এলাকার ভাড়া বাসায় থাকতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকালে আজিম তার ছেলেকে নিয়ে আনোয়ারা নিজের বাড়িতে যায়। এই ফাঁকে সুলতানা ফৌজদারহাটের বাসায় যায়। ‘কাটার’ দিয়ে সতীনের ‘গলা কেটে হত্যা করে’ পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে দেয়।

“দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”