বর্ষবরণে পতেঙ্গা-পারকি সৈকতে যাওয়া যাবে না
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2021 04:50 PM BdST Updated: 30 Dec 2021 04:50 PM BdST
-
মহামারীতে নিষেধাজ্ঞার মধ্যে জনশূন্য পতেঙ্গা সৈকত। ফাইল ছবি
খ্রিস্টীয় বর্ষবরণ উদযাপনে যাওয়া যাবে না চট্টগ্রামের পতেঙ্গা কিংবা পারকি সমুদ্র সৈকতে।
বছরের শেষ দিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এই দুই সৈকতে জনসাধারণকে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
নতুন বছর বরণ ও বিদায়কে কেন্দ্র করে বন্দরনগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই নির্দেশনা বলে জানানো হয়েছে।
শুক্রবার ২০২১ সাল বিদায় নিচ্ছে, মধ্যরাতে শুরু হবে ২০২২ সাল। খ্রিস্টীয় নতুন বছর বরণে সৈকতে মানুষের আনন্দ উদযাপন নিয়মিত ঘটনা।
তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে এমনিতেই জনসমাগম নিরুৎসাহিত করছে সরকার। তারমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে।
এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শুক্রবার নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না।
অনুমোদিত অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা ব্যবস্থা এবং কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি ফোটানো যাবে না। কোনো ভবনে তা হলে সে ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে। হোটেল ডিজে পার্টির জন্য ভাড়া দেওয়া যাবে না।
এছাড়াও উচ্চস্বরে গাড়িতে হর্ন না বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটর সাইকেল না চালাতেও বলা হয়েছে।
কোনো ঘটনা ও দুর্ঘটনার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০৩২০০৫৭৯৯৮ নম্বরে ফোন করতে বলেছেন সিএমপি কমিশনার।
-
জলাবদ্ধতা: সিসিসি ‘বিপদ’ দেখছে, সিডিএ দিচ্ছে আশা
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাব পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১৩
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রামে জলাবদ্ধতা: খালের বাঁধে বিপদ দেখছে সিসিসি, সিডিএ দিচ্ছে আশা
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
চট্টগ্রামে ‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাবকে পেটানোর ঘটনায় ১৩ জন গ্রেপ্তার
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ