মাধ্যমিকে রেকর্ড ফলের বছরেও পিছিয়ে চট্টগ্রাম

মহামারীর সঙ্কটের মধ্যেও মাধ্যমিক পরীক্ষায় এবার চট্টগ্রাম বোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যদিও অন্যান্য বোর্ডের চেয়ে কিছুটা পিছিয়ে আছে পাঁচ জেলার এ বোর্ড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 09:22 AM
Updated : 30 Dec 2021, 09:22 AM

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণার পর পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক তার বোর্ডের বিস্তারিত ফলাফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

নয় সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মিলিয়ে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মোট এক লাখ ৫৮ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ জন। পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। গত বছর এ বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

দেশের নয় সাধারণ বোর্ডের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ ৯৭ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; বরিশালে পাসের হার সবচেয়ে কম ৯০ দশমিক ১৯ শতাংশ। এই তালিকায় চট্টগ্রাম বোর্ডের অবস্থান ৮ নম্বরে।  

পাসের হারের সাথে চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এবছর পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন, যা গত বছরের তুলনায় এক হাজার ১৩৭ জন বেশি।

ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ১৪ শতাংশ; ছাত্রীরা পাস করেছে ৯১ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার ৪০৯ জন ছাত্রী এবং পাঁচ হাজার ৩৮২ জন ছাত্র।

বিভাগওয়ারী হিসাবে এবছর চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ পাসের হার বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৯২ শতাংশ ও মানবিকে ৮৭ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ বছর চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে মহানগরে ৯৫ দশমিক ২৭ শতাংশ ও মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার এবার ৯১ দশমিক ০১ শতাংশ।

এছাড়া কক্সবাজার জেলায় ৯০ দশমিক ৯৪ শতাংশ, রাঙামাটিতে ৮৬ দশমিক ৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৮৪ দশমিক ১৯ এবং বান্দরবান জেলায় ৯০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।