চট্টগ্রাম নগরীতে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

চট্টগ্রাম মহানগরীতে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 05:27 PM
Updated : 29 Dec 2021, 05:27 PM

বুধবার সকালে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে বুস্টার ডোজ দিতে আসা ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

ষাটোর্ধ্ব এবং সম্মুখ সারির যোদ্ধাদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত করতে কোভিড টিকার তৃতীয় ডোজ দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে চট্টগ্রামেও শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, প্রথম দিনে ৩০০ জনের মতো ষাটোর্ধ ব্যক্তিকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়াসহ কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগরীতে শনিবার থেকে তিনটি কেন্দ্রে বুস্টার ডোজের টিকা দেওয়ার কথা সিভিল সার্জন জানালেও তার তিন দিন আগে এ কার্যক্রম শুরু হয়ে গেল।

ডা. রব বলেন, প্রথমদিনে জেনারেল হাসপাতালে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হয়। এ ছাড়া বন্দর হাসপাতালে ১০ এবং সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে ৯৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়।

এদিকে মহানগরীর টেরিবাজার এলাকায় ৫০০ ব্যবসায়ী ও কর্মচারীদের অ্যাস্ট্রেজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। ওই অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান উপস্থিত ছিলেন।