পটিয়ায় ১৬০ জনকে বুস্টার ডোজ

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার থেকে নগরীতেও ষাটোর্ধ্বদের তৃতীয় ডোজের টিকা দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 03:49 PM
Updated : 28 Dec 2021, 03:49 PM

মঙ্গলবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে ১৬০ জনকে বুস্টার ডোজে অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রয়োগ করা হয় বলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানিয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুততম সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। আজ থেকে পটিয়ায় এ কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বয়স্ক জনগোষ্ঠীকে (ষাটোর্ধ্ব) টিকা দেওয়া হচ্ছে।”

পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, আগামী শনিবার থেকে চট্টগ্রাম মহানগরীতেও তিনটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে।

নগরীতে বুস্টার ডোজে ব্যবহার করা হবে ফাইজারের টিকা।

নগরীর ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল এবং বন্দর হাসপাতাল কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হবে। প্রতিদিন যে পরিমাণ প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হবে তার পাঁচ ভাগের এক ভাগ বুস্টার ডোজ দেওয়া হবে।