১২ ফুট লম্বা অজগর ঢুকে পড়ল চবির রিসার্চ সেন্টারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান রিসার্চ সেন্টার ভবন থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর তা পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 01:57 PM
Updated : 28 Dec 2021, 01:57 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে সাপটি উদ্ধার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর বেলা একটি অজগর সাপ রিসার্চ সেন্টারের গ্রিলে পেঁচিয়ে থাকার খবর শুনে আমরা সেখানে যাই। পরে ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ। লম্বা প্রায় ১২ফুট।

“সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। আমরা সাপটি উদ্ধার করে জীব বিজ্ঞান অনুষদ সংলগ্ন পাহাড়ে অবমুক্ত করি।”