ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসা ট্রলারের ৭ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে সাত জেলেকে উদ্ধার করেছে উপকূল রক্ষা বাহিনী (কোস্ট গার্ড)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 01:46 PM
Updated : 28 Dec 2021, 01:46 PM

ককক্সবাজারের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগরের গভীর থেকে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ ডিসেম্বর সাত জন জেলে ‘এফভি মায়ের দোয়া সালমা’ নামে একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রোববার তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকে। সোমবার নেটওয়ার্কে আসার পর তাদের উদ্ধারের জন্য তারা কোস্ট গার্ডের সহায়তা চায়।

এসময় কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল গিয়ে ট্রলারসহ তাদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসে বলে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উদ্ধার করা সাত জেলেকে ট্রলার মালিকের হেফাজতে দেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তকি।