ছিনতাইয়ের তিন দিন পর ছুরিসহ একজন গ্রেপ্তার

ছুরি মেরে টাকা ছিনতাইয়ের তিন দিন পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 12:24 PM
Updated : 28 Dec 2021, 12:24 PM

গ্রেপ্তার মজিদুল হক শাকিল (২৪) নগরীর পাহাড়তলী এলাকায় থাকেন। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়।

আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় সোমবার অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরিসহ শাকিলকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি জহির হোসেন।

গত ২৪ ডিসেম্বর ভোরে কর্নেল হাট এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। এ ঘটনায় আকবর শাহ থানায় একটি মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “মামলার তদন্ত করতে গিয়ে আশেপাশের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সে ফুটেজের মাধ্যমে ছুরিকাঘাতকারী শাকিলকে শনাক্ত করা হয়।”

ওসি জানান, মইনুল ইসলাম নামে এক ব্যক্তির টাকা ছিনতাই করেন শাকিল এবং তার সহযোগী। মইনুল সীতাকুণ্ডের কে ওয়াই স্টিল মিলে চাকরি করেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “অফিসে যাওয়ার জন্য মইনুল পায়ে হেঁটে রওনা হলে কর্নেল হাট বাজার এলাকায় তার গতিরোধ করে শাকিল ও তার অপর এক সহযোগী।

“এসময় তারা মইনুলের বাম ও ডান উরু এবং পেটে ছুরিকাঘাত করে এক হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত মইনুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

ওসি জানান, এ ঘটনায় মইনুলের বাবা বাদী হয়ে আকবর শাহ থানায় একটি মামলা করেন। মামলার পরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।