চা বাগানে ‘চোলাই মদের কারখানায়’ অভিযানে গিয়ে দুই র্যাব আহত
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2021 04:37 PM BdST Updated: 28 Dec 2021 05:53 PM BdST
চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা বাগানে চোলাই মদের ‘কারখানায়’ অভিযানের সময় ‘মাদক কারবারীদের’ হামলায় বাহিনীর দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগানে সোমবার রাতে এ অভিযান চালানো হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান।
তিনি বলেন, হামলায় র্যাব-৭ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল এবং উপ-সহকারী পরিচালক জেসিও মো. সালাম আহত হয়েছেন।
তাদের মধ্যে নিয়াজ মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সালামকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“এ সময় মাদক কারবারীরা জড়ো হয়ে র্যাব সদস্যদের ওপর হামলায় চালায়। তবে হামলার সঙ্গে চা শ্রমিকরা জড়িত ছিল না।”
তিনি বলেন, “শ্রমিকদের আড়ালে সেখানে কিছু লোক চোলাই মদ তৈরি ও বিক্রি করে। থার্টি ফার্স্ট ডিসেম্বরকে কেন্দ্র করে তারা মদ মজুদ করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।”
হামলায় র্যাবের দুই কর্মকর্তা আহত হওয়ার কথা জানালেও স্থানীয় কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক।
তিনি বলেন, “এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।”
সংঘর্ষের ঘটনায় রাত থেকেই বাগান এলাকা জনশূন্য হয়ে পড়ায় বাগানের কাজ বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
-
জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর
-
চট্টগ্রাম যুবলীগের সম্মেলন ঘিরে তোড়জোড়
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
-
জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস