চট্টগ্রামে হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

সাত বছর আগে চট্টগ্রামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 10:24 AM
Updated : 28 Dec 2021, 10:24 AM

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। তাদের মধ্যে ইমন ও দিপু রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার ১৪ আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে বন্দরনগরীর হামজারবাগ এলাকায় নূরুল আলম রাজু নামের ২০ বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার মো. ইউসুফের ছেলে।

রাজু খুন হওয়ার পর পুলিশ জানিয়েছিল, মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে তিনি খুন হয়। পরিবারের দাবি, রাজু ছাত্রলীগ কর্মী ছিলেন। এ ঘটনায় রাজুর ভাই কুতুবুল আলম থানায় হত্যা মামলা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

“অপর ১৪ আসামিকে খালাস দিয়েছেন। দুজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে। দণ্ডিতদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।” 

অনদিকে আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেছেন, এ রায়ের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করবেন।