বিজয়ের দিনে মোড়ে মোড়ে ‘মুক্তির গান’

বিজয়ের দিনে সড়কের মোড়ে মোড়ে ‘মুক্তির গান’ গেয়ে ‘যুদ্ধ দিনের’ ইতিহাসকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে বন্দর নগরীতে সঙ্গীত শোভাযাত্রা করেছে চট্টগ্রামের দুটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2021, 02:58 PM
Updated : 16 Dec 2021, 02:58 PM

বৃহস্পতিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগান নিয়ে ‘বিজয় উৎসবে মুক্তির গান’ নামে সঙ্গীতায়োজন শুরু করে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি।

খেলাঘরের শিশু কিশোর ‘ভাই-বোনদের’ কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা। পরে ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা’সহ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

নগরীর প্রেস ক্লাব, আন্দরকিল্লা মোড়, সিআরবি সাত রাস্তার মোড়, লালখান বাজারসহ বিভিন্ন সড়কের মোড়ে ট্রাকে করে সঙ্গীত পরিবেশন করা হয়। পরে চেরাগী পাহাড় মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভ্রাম্যমাণ এ সঙ্গীত শোভাযাত্রায় খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের ইতিহাস তুলে ধরে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, “একাত্তরে যারা পরাজিত হয়েছিল তারা আজও সক্রিয়।

“৭৫ এ জাতির জনককে হত্যা করা হয়। তারপর ২১ বছর ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এখনও কিছু লোক সেই অপচেষ্টা করছে। তাই তরুণ প্রজন্মকে সচেতন থাকতে হবে।”

খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি এম নাসিরুল হক বলেন, “বিজয়ের ৫০ বছর পূর্ণ করলাম আজ। আমরা থাকব না, নতুন প্রজন্ম পরের ৫০ বছর দেখতে পাবেন।

“বাংলাদেশ নামের এ দেশটির জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। দেশের আপামর জনগোষ্ঠী এ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। নয় মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সঙ্গীত শোভাযাত্রা

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার বিকালে নগরীর নিউমার্কেট মোড়ে শপথ পাঠের মধ্য দিয়ে সঙ্গীত শোভাযাত্রা শুরু করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘গেরিলা গেরিলা আমরা গেরিলা’সহ বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা। এসময় গান শুনতে সেখানে কয়েকশ মানুষ সমবেত হয়।

ট্রাক নিয়ে ঘুরে ঘুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। পরে রাতে চেরাগী পাহাড় মোড়ে এসে সঙ্গীত শোভাযাত্রা শেষ হয়।

সঙ্গীত পরিবেশনের ফাঁকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক শিক্ষাবিদ মাহবুবুর রহমান বিজয়ের ৫০ বছরে দাঁড়িয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

“আজ এত বছর পেরিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প দেখতে পাই সমাজে। সবাইকে সজাগ থাকতে হবে। শহীদদের এত আত্মত্যাগ রক্ষা করতে হবে নতুন প্রজন্মকে। অপশক্তির কবল থেকে রক্ষা করতে হবে স্বাধীনতা-সার্বভৌমত্বকে।”

উদীচীর এই আয়োজনে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আলোকময় তলাপত্র, মৃত্যুঞ্জয় দাশ, জয়শ্রী মজুমদার, সীমা দাশ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সুনীল ধর, জয়তী ঘোষ, অপর্ণা চৌধুরী, সোমা মুৎসুদ্দী।

খেলাঘরের সঙ্গীত শোভাযাত্রায় ছিলেন সংগঠনটির মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ প্রিন্স, মনোয়ার জাহান মনি, সাবেকুন নাহার ঝর্ণা, এসকেন্দার আলী, মিজানুর রহমান ইউনুস, বন বিহারী চক্রবর্তী, আয়েশা আক্তার নাজু, শিল্পী পাপড়ি ঘোষ, আসিফ ফরহাদ।