কোস্ট গার্ডকে ২৪টি নৌযান দিল জাইকা

কোস্ট গার্ডকে ২০টি রেসকিউ বোট ও চারটি দূষণ নিয়ন্ত্রণকারী সরঞ্জামসহ বোট দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 03:07 PM
Updated : 6 Dec 2021, 03:07 PM

সোমবার চট্টগ্রামে কোস্ট গার্ড বেইসে এক অনুষ্ঠানে নৌযানগুলো হস্তান্তর করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ কোস্ট গার্ডের সফলতাকে আরও গতিশীল করতে জাইকা বিভিন্ন ধাপে ২০টি ১০ মিটার রেসকিউ বোট হস্তান্তর করে। সবশেষ সোমবার তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামযুক্ত চারটি ২০ মিটার রেসকিউ বোট হস্তান্তর করল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

নৌযানগুলো বাংলাদেশ কোস্ট গার্ড বহরে যুক্ত হওয়ায় বাহিনীর অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।