চট্টগ্রামে মাদক বিক্রির অভিযোগে নারী গ্রেপ্তার

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 04:22 PM
Updated : 5 Dec 2021, 04:22 PM

গ্রেপ্তার খাদিজা বেগমের (৪২) বাসা থেকে শনিবার রাতে অভিযানের সময় এক হাজারের বেশি ইয়াবা উদ্ধারের তথ্যও দিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।

অভিযানের সময় তার স্বামী আব্দুল মান্নান পাহাড়ে পালিয়ে যান।

দীর্ঘদিন থেকে খাদিজা অন্তত ৫০ নারী ও কিশোরদের নিয়ে পৃথক গ্রুপ তৈরি করে মাদক বিক্রি, জায়গা দখলসহ বিভন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, তার স্বামী, মেয়ে, মেয়ের জামাইসহ পরিবারের সবাই মাদক বিক্রির সঙ্গে জড়িত।

এর আগে গত ২৩ নভেম্বর খাদিজার মেয়ে ও মেয়ের জামাই ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলেও জানান ওসি।

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদিজা পাহাড়ের ভেতরে বাড়ি তৈরি করেছেন। যেখানে পায়ে হেঁটে যেতে অন্তত কুড়ি মিনিট লাগে। বাড়ির কাছেই রেল লাইন, পাহাড় ও খাল থাকায় তিনি অবাধে মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনা করেন।

তার বাড়ির আশেপাশে বিভিন্ন স্থানে আইপি ক্যামেরা লাগানো রয়েছে জানিয়ে তিনি বলেন, নিজের মোবাইল থেকে সেগুলো পর্যবেক্ষণ করেন খাদিজা। পাশাপাশি তার গড়ে তোলা নিজস্ব বাহিনীর লোকজন সেখানে পাহাড়ায় থাকেন।