ঝাউতলায় দুর্ঘটনা: বাসচালককে আসামি করে মামলা

চট্টগ্রামের জাকির হোসেন রোডে ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশা ও মিনিবাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 01:55 PM
Updated : 5 Dec 2021, 01:55 PM

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ষোলশহর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাসচালককে আসামি করে মামলাটি করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আবুল হোসাইন বলেন, “মামলায় শুধু অজ্ঞাতনামা বাসচালককে আসামি করা হয়েছে। তদন্তে অন্য কারও নাম উঠে আসলে তাদেরও আসামি করা হবে।”

শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা ক্রসিংয়ে নাজিরহাট থেকে চট্টগ্রাম স্টেশনমুখী ডেমু ট্রেনের সঙ্গে অটোরিকশা ও মিনিবাসের সংঘর্ষ ঘটে।

লেভেল ক্রসিংয়ের ফয়‘স লেকমুখী অংশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে পেছন থেকে মিনিবাস ধাক্কা দিলে ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ ঘটে; চলন্ত ডেমু ট্রেনটি যানবাহন দুটিকেই কিছুদূর টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় ওই ক্রসিংয়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হন।

ঘটনার পর খুলশী থানা ও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ক্রসিংয়ের গেইটম্যানের গাফিলতির কারণে একদিকে লোহার বার না নামানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পর থেকেই ওই ক্রসিংয়ের গেইটম্যান পলাতক আছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ও পূর্ব রেলের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে।