চট্টগ্রামে বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ

ভাড়া নিয়ে বিবাদে চট্টগ্রাম শহরের পুরাতন রেল স্টেশনের কাছে চলন্ত বাস থেকে এক স্কুলশিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 05:03 PM
Updated : 27 Nov 2021, 05:03 PM

শনিবার বিকাল ৪টার দিকে রেল স্টেশনের বিপরীতে অক্সিজেন থেকে নিউমার্কেটগামী বাস থেকে ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে বলে রহমত উল্লাহ নামে ওই শিক্ষকের স্বজনরা জানিয়েছেন।

রহমত উল্লাহ নগরীর হাবিবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রহমত উল্লাহর স্ত্রীর বড় ভাই মো রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বাসে করে যাওয়ার সময় ভাড়া নিয়ে বিরোধ হয় বলে আমাদের জানিয়েছে। এক পর্যায়ে পুরাতন রেল স্টেশন স্টপেজে নামতে গেলে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়।"

ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো  হয়েছে, রহমত বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

পুলিশ অক্সিজেন থেকে নিউ মার্কেট আট নম্বর রুটের সৌরভ পরিবহনের বাসটি আটক করলেও চালক বা সহকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস থেকে ফেলে দেওয়ার কথা শুনেছি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করতে আসেনি। তবে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”