চট্টগ্রামে হাফ ভাড়ার বিক্ষোভে পুলিশের বাধা

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রামেও মিছিল-সমাবেশ করেছে কয়েকটি ছাত্র সংগঠন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 04:57 PM
Updated : 25 Nov 2021, 04:57 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অনুষ্ঠিত মিছিল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

দুপুরের দিকে দুই নম্বর গেইট এলাকায় মানববন্ধন-মিছিল করে ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীরা। 

এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু শিক্ষার্থী মিছিল করে ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবরোধ করার চেষ্টা করেছিল। আমরা তাদের বাধা দিই এবং জিজ্ঞেস করে কর্মসূচি পালনের জন্য কোন পূর্ব অনুমতি ছিল কি না।

“আমরা জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসি। পরে তাদের সাথে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। ”

আটক চারজনের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন এবং ছাত্র ফেডারেশন চট্টগ্রামের যুগ্ম আহবায়ক সাইফুর রুদ্র ছিলেন।

এর প্রতিবাদে দুপুরের দিকে কয়েকটি বাম সংগঠনের কর্মীরা নগরীর নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা করতে পারেনি।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “কিছু শিক্ষার্থী বাস ভাড়া নিয়ে কর্মসূচি পালন করতে চাইলে অনুমতি আছে কি না জানতে চাওয়া হয়। অনুমতি না তাকায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।”