চট্টগ্রামে আওয়ামী লীগের শাখা সম্মেলন শুরু
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2021 09:59 PM BdST Updated: 16 Nov 2021 09:59 PM BdST
শাখা সম্মেলন আয়োজন ও তারিখ নির্ধারণ নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতভেদ হওয়ার দুদিন পরই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অধীন বিভিন্ন ইউনিটের সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার বাগমনিরাম ওয়ার্ডের দুটি এবং আন্দরকিল্লা ওয়ার্ডের একটি ইউনিটে সম্মেলনে কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ হয়েছে বলে নগর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকালে বাগমনিরাম ওয়ার্ডের ইউনিট সম্মেলনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ইউনিটের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়েই একটি নব অধ্যায় সূচিত হল। নতুন পুরাতনকে মিলে এই ইউনিটগুলো আগামী নেতৃত্বকে অবশ্যই সুসংহত করবে।
“ঘরে বসে নয়, উন্মুক্ত স্থানে আমন্ত্রিত কাউন্সিলরদের উপস্থিতিতে যে সম্মেলন অনুষ্ঠিত হল তা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। আমাদের মধ্যে অভিযোগ বা মত ভিন্নতা থাকতে পারে। সবচেয়ে বড় কর্তব্য হল শৃঙ্খলাকে সুরক্ষা করা। এই শৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় হবে।”
এর আগে গত রোববার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া, তৃণমূলের সম্মেলন আয়োজন ও তারিখ নির্ধারণ নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতভেদ দেখা দেয়।
ওই সভায় নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন পরষ্পর বিরোধী অবস্থান নেন।
শাখা সম্মেলন নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের মতভেদ
চট্টগ্রাম আ. লীগকে সংগঠিত করতে কেন্দ্রের ‘পাঁচ নির্দেশনা’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরের পর
চট্টগ্রামে দলের সাংগঠনিক দুর্বলতা দুঃখজনক: হানিফ
পরদিনই সোমবার নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিট সম্মেলনে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ‘পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
এরমধ্যে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে নগর কমিটির সদস্য আবদুল লতিফ টিপু, ২০ নম্বর দেওয়ানবাজারে সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২২নম্বর এনায়েত বাজারে সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়িতে শিক্ষা ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া এবং ৩২নম্বর আন্দরকিল্লায় উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার বাগমনিরাম ওয়ার্ডের ইউনিট সম্মেলনে কণ্ঠভোটে ‘ক’ ইউনিটে সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, ‘গ’ ইউনিটের সভাপতি রাকিব মোল্লাহ ও সাধারণ সম্পাদক জহির আহমদ এবং ৩২নম্বর ওয়ার্ডের ‘ক’ ইউনিটে সভাপতি মিলন চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদ নির্বাচিত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-
র্যাবের হাতে ধরিয়ে দিয়ে আবার ছাড়ানোর নামে অর্থ আদায়, গ্রেপ্তার ৬
-
বছর শেষে খোলার জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু টানেল
-
ঢোল-করতালে চট্টগ্রামে বর্ণিল রথযাত্রা
-
জঙ্গল সলিমপুরে হবে কারাগার স্টেডিয়াম, সঙ্গে ‘ছিন্নমূলদের’ পুনর্বাসনও: তথ্যমন্ত্রী
-
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৫.১%
-
কোভিড: চট্টগ্রামে সাড়ে চার মাস পর একজনের মৃত্যু
-
সাম্প্রদায়িক রাজনীতি বর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর
-
জলবায়ুর পরিবর্তন: চট্টগ্রামে চলছে শিল্পকর্ম প্রদর্শনী
-
র্যাবের হাতে ধরিয়ে দিয়ে আবার ছাড়ানোর নামে অর্থ আদায়, গ্রেপ্তার ৬
-
বছর শেষে খোলার জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু টানেল
-
ঢোল-করতালে চট্টগ্রামে বর্ণিল রথযাত্রা
-
জঙ্গল সলিমপুরে হবে কারাগার স্টেডিয়াম, সঙ্গে ‘ছিন্নমূলদের’ পুনর্বাসনও: তথ্যমন্ত্রী
-
জলবায়ুর পরিবর্তন: চট্টগ্রামে চলছে শিল্পকর্ম প্রদর্শনী
-
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৫.১%
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)