ফটিকছড়িতে ভোটের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 10:39 AM
Updated : 11 Nov 2021, 10:39 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ব্যক্তির নাম মো. শফি (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেলাং ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাজারে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে মারা যান শফি।

স্থানীয় সাংবাদিকরা জানান, লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী মুরাদ ও জামাল পাশার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

নিহত শফিকে প্রার্থী মুরাদ তার সমর্থক বলে দাবি করেছেন বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার দেশের ৮৩৫টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলে। সংঘাতে বিভিন্ন জেলায় আরও অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সকালে ভোট শুরুর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধও হয়েছিল।